চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কর্মকর্তারা বলছেন যে সেখানে ভূমিধ্বসে ১০০ জন মাটির নীচে চাপা পড়েছেন বলে মনে হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে যে সিচুয়ান প্রদেশের শিনমো গ্রামে প্রচন্ড বৃষ্টিপাতের দরুণ এই ভূমিধ্বসে প্রায় ৪০ টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
পাহাড়ের গা বেয়ে নেমে আসা কাদামাটি ও পাথরের কারণে, নদীর প্রায় দুই কিলোমিটার এবং রাস্তার প্রায় দেড় কিলোমিটার বন্ধ হয়ে গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে যে এই প্রথম শ্রেণীর ভুতাত্বিক বিপর্যয়ে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ বলছে যে উদ্ধার প্রচেষ্টায় চার শ’র ও বেশি লোক অংশ নিচ্ছে। চীনের গ্রাম ও পাহাড়ি অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাতের পর , ভূমি ধ্বসের বিপদ প্রায়ই ঘটে থাকে।