অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প প্রশাসন মরক্কোকে ১০০ কোটি ডলারের সমরাস্ত্র দেবে


শুক্রবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন মরক্কোর কাছে ১০০ কোটি ডলারের ড্রোন এবং সুনির্দিষ্ট লক্ষ্য স্থাপনকারী অস্ত্র শস্ত্র বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তারা এই সম্ভাব্য চুক্তির ব্যাপারে কংগ্রেসকে নোটিশ পাঠিয়েছে বলে সুত্রগুলো জানাচ্ছে। বৃহস্পতিবারই রয়টার প্রথমে জানায় যে, ওয়াশিংটন এই বিক্রির বিষয়ে আলাপ আলোচনা করছে এবং শিগগিরই কংগ্রেসকে অবহিত করবে। এই চুক্তির খবরটি এমন এক সময় আসলো যখন হোয়াইট হাউজ ঘোষণা করে যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। এ বছরে আরও আগের দিকে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে এফ-থার্টিফাইভ জঙ্গি বিমান দেওয়ার প্রস্তাব দেয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির সময়ে।

ট্রাম্প প্রশাসন আরও অনেক দেশকে আরো ড্রোন বিক্রি করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবার পর মরক্কোর সঙ্গে এই চুক্তি হবে ড্রোন বিক্রির কয়েকটি চুক্তির মধ্যে অন্যতম।এবার এই শরৎকালেই যুক্তরাষ্ট্র তাইওয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ড্রোন বিক্রির ব্যাপারে এগিয়ে যায়। সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার চেষ্টা গত বুধবার সেনেটে ব্যর্থ হয়।

XS
SM
MD
LG