অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান পরিস্থিতির উপর মস্কোর সজাগ দৃষ্টি



মস্কোতে সম্মেলনের পর তালিবান নেতাদের সংবাদ সম্মেলন, ফাইল ছবি, ৯ই জুলাই, ২০২১ - রয়টার্স
মস্কোতে সম্মেলনের পর তালিবান নেতাদের সংবাদ সম্মেলন, ফাইল ছবি, ৯ই জুলাই, ২০২১ - রয়টার্স


আফগানিস্তানে তালিবানের নিয়ন্ত্রণ লাভের পর, রাশিয়া পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং একদিকে সুযোগ অপর দিকে ঝুঁকি থাকা সত্ত্বেও, সে পরিস্থিতি থেকে কি করে লাভবান হওয়া যায় তা পর্যবেক্ষণ করছেI রাশিয়া, তালিবানকে সরকারিভাবে সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করলেও, তাদের নেতাদের সঙ্গে বহু বছর ধরে সম্পর্ক বজায় রেখেছে , এমনকি আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণও জানিয়েছেI

পশ্চিমি দেশগুলি যখন যুক্তরাষ্ট্র ও নেটো'র প্রস্থানকে উদ্বেগ বলে ভাবছে এবং মনে করছে যে মহিলা, বিশেষত মেয়েরা ইসলামী প্রশাসনে নিগৃহীত হতে পারে, মস্কো তখন পরিস্থিতিকে নমনীয় দৃষ্টিতে দেখছেI

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত, ভাসিলি নেবেনজিয়া ১৬ই আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তালিবান গোষ্ঠী কাবুল দখল করার একদিন পরে বলেন, "সেখানকার পরিস্থিতিতে আতংকিত হওয়ার কিছু নেই"Iতিনি জানান, মস্কো দূতাবাস সেখানে স্বাভাবিক তৎপরতা চালিয়ে যাবেI

XS
SM
MD
LG