পুরোনো মোসুল সিটির অভিভাবকেরা তাদের সন্তানদের নুতন বছরের শিক্ষা কার্যক্রম সম্পর্কে চরম উৎকণ্ঠায় রয়েছেন, কারণ একদা আইসিস দখলিত এই শহরের ক্লাসরুম গুলি এখনো জরাজীর্ণ এবং তদারকি ও মেরামত বিবর্জিত অবস্থায় রয়েছে I গত বছর এই শহরটি উদ্ধারের প্রয়াসে ইরাকী বাহিনী ও জঙ্গিদের প্রবল লড়াইয়ের পর এখানকার বেশির ভাগ স্কুল ধ্বংস প্রাপ্ত হয়েছিল I আইসিস জঙ্গিরা বহু স্কুলকে অস্ত্র মৌজুদের গুদাম হিসাবেও ব্যবহার করে I
এমতাবস্থায় বহু অভিভাবক অন্যত্র কোথাও চলে যেতে চান I অনেকেই আবার স্কুলগুলির অবস্থা শুনে এই এলাকায় আর ফিরে আসতে চাইছেন না I