অ্যাকসেসিবিলিটি লিংক

মোটর ভেহিকল আইনের সংশোধনী বিলে সিলমোহর বসিয়েছে কেন্দ্রিয় মন্ত্রীসভা


এখন আর ছাড় পাওয়া যাবে না ১০০ বা ২০০ টাকায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে খেসারত দিতে হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত। সম্প্রতি মোটর ভেহিকল আইনের সংশোধনী বিলে সিলমোহর বসিয়েছে কেন্দ্রিয় মন্ত্রীসভা। নতুন এই বিলের আয়তাভূক্ত হবে ওলা-উবরের মতো ট্যাক্সি পরিষেবা সংস্থাও।

এতদিন এই সংস্থাগুলিকে নিয়ন্ত্রণের কোনও আইন ছিল না। এক কথায় মোটর ভেকেইল আইনের সংশোধনী বিলে যা রয়েছে তা হলো সিগনাল না মানলে ১০০-৩০০ টাকার বদলে জরিমানা দিতে হবে ১ হাজার টাকা। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। বেপরোয়া গতির জন্য খেসারত দিতে হবে ৪০০ টাকা। লাইসেন্স নীতি না মানলে ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। কোনও নাবালক গাড়ি চালালে অভিভাবক বা সেই গাড়ির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। অবরাধে তিন বছর পর্যন্ত জেল হতে পারে। পাশাপাশি গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বললে দিতে হবে ৫ হাজার টাকা। বিশেষজ্ঞদের অভিমত এই সংশোধনী বিল কার্যকরী হলে হয়তো মিলবে বেপরোয়া গাড়ির উপদ্রব এই কলকাতা মহানগরীতে।

কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG