উত্তর পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের কর্মকর্তারা জানান, সন্দেহভাজন ধর্ম অবমাননাকারী এক ব্যক্তিকে ধরার ব্যর্থ প্রয়াসে উচ্ছৃঙ্খল জনতা একটি থানায় আগুন ধরিয়ে দেয়I মানসিকভাবে ভারসাম্যহীন একজন কথিত ইসলামের অবমাননাকারী ব্যক্তিকে ধরার এবং তাকে প্রহার করার লক্ষ্যে রাতের বেলায় থানায় আগুন লাগানোর অপরাধে পুলিশ ৩০জনকে গ্রেফতার করেছেI
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার সন্ধ্যায় পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের চারসাদ্দা শহরে হাজার হাজার প্রতিবাদকারী থানায় চড়াও হয় এবং পুলিশ ঐ সন্দেহভাজন ধর্ম অবমাননাকারীকে হস্তান্তর করতে আপত্তি জানালে সেই থানা সহ নিকটবর্তী কয়েকটি নিরাপত্তা চৌকিতে আগুন ধরিয়ে দেয়I
পুলিশ প্রধান আসিফ বাহাদুর খান রয়টার্সকে সোমবার জানান, জনতার এই হামলার কারণে পুলিশ অফিসাররা ঐ থানা ত্যাগ করতে এবং আটককৃত সন্দেহভাজন ব্যক্তিকে নিয়ে নিরাপদে পালতে বাধ্য হন। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে থানাটি আগুনে পুড়তে দেখা যায়I
ইসলামের পবিত্র গ্রন্থ কোরান অবমাননার অভিযোগে পুলিশ এর আগে সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশের হেফাজতে নিয়ে যায়I পুলিশ কর্মকর্তা খান বলেন তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে, তবে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকার করেনI
স্থানীয় লোকজন জানাচ্ছেন পাকিস্তানের এই শহরটিতে প্রচন্ড উত্তেজনা বিরাজ করছে এবং অশান্ত পরিস্থিতি মোকাবেলায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছেI পুলিশ কর্মকর্তা খান জানান উত্তেজনা প্রশমনে সাহায্য করতে তারা স্থানীয় ইসলামী মাওলানাদের নিয়োজিত করেছেন এবং বিক্ষোভকারীদের প্রতি আবেদন জানান যে আইনের মাধ্যমে কথিত সন্দেহভাজনের নিয়তি নির্ধারণ করতে দেওয়া উচিত।