অ্যাকসেসিবিলিটি লিংক

সিপিবি-বাসদের কর্মসূচিতে পুলিশের বাধা- মতিয়ুর রহমান চৌধুরীর VOA রিপোর্ট:


সিপিবি-বাসদের কর্মসূচিতে পুলিশের বাধা:


গ্যাস-বিদ্যুতের দাম না কমালে ৮ই সেপ্টেম্বর ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে মিছিল বের করে দল দুটি। পুলিশি বাধার মুখে সচিবালয়ের পাশে অনুষ্ঠিত সমাবেশে এ দুই দলের নেতারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি বর্তমান সরকারের কোন দায় নেই। জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় টিকে থাকতে সরকারকে পুলিশ প্রশাসন, আমলা আর গু-াদের ওপর নির্ভর করতে হচ্ছে। সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদের মিছিল জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে। কিছু দূর যাওয়ার পর সচিবালয়ের প্রবেশমুখে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।
ওদিকে সুশাসনের জন্য নাগরিক সুজনের তরফে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক ও গণবিরোধী বলে বর্ণনা করা হয়েছে। সংগঠনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এক বিবৃতিতে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG