যথেষ্ট হয়েছে, গণহত্যা বন্ধ করুন: রাজাক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনকে গণহত্যা বলে বর্ণনা করেছেন। বলেছেন, বিশ্ব বসে বসে এই গণহত্যা দেখতে পারে না। মিয়ানমার নেত্রী অং সান সুচির কড়া সমালোচনা করে নাজিব বলেন, আপনি না শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? এটা কি শান্তির নমুনা? তিনি বলেন, যথেষ্ট হয়েছে, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার জনতার এক র্যালিতে নাজিব রাজাক আবেগ তাড়িত কণ্ঠে প্রশ্ন রাখেন, জাতিসংঘ ও ওআইসি কী করছে। দয়া করে কিছু একটা করুন। এভাবে চুপ করে বসে থাকবেন না।
ওদিকে মংডুতে দু’দিন অবস্থানের পর বিদেশী কূটনীতিকরা মানবাধিকার লঙ্ঘনের স্বচ্ছ তদন্তের আহবান জানিয়েছেন। তারা সংবাদ মাধ্যমকে জানান, রাখাইন রাজ্যে মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করতে সম্মত হয়েছে মিয়ানমার। মিয়ানমারে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রেনাটা লক ডেসালিয়ান বলেছেন, ৯ই অক্টোবরের পর বাস্তুচ্যুত হয়ে পড়া ১৫ হাজার মানুষকে মানবিক সাহায্য দেয়া হবে।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী: