নির্বাচন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারবেন না কোন বিদেশী অতিথি। নিরাপত্তাজনিত কারণে সরকারের তরফে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা হয়েছে, স্পর্শকাতর এলাকায় বিদেশীদের ভ্রমণে বাড়তি নিরাপত্তা দেয়া সম্ভব নয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ৩০শে ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের অধীন সংস্থাগুলোকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে।