অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের কচিনয়েরাবু দ্বীপে অগ্ন্যুত্পাত


জাপানের কর্তৃপক্ষ দক্ষিনাঞ্চলীয় প্রত্যন্ত দ্বীপ কচিনয়েরাবুর জনগনকে মাউন্ট শিনদাকের তীব্র অগ্ন্যুত্পাতের কারণে সরে যাবার নির্দেশ দিয়েছেন I শুক্রবার বেলা দশটায় অগ্ন্যুত্পাত শুরু হয়, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি I এই অগ্ন্যুত্পাতের কারণে ৮০০০ মিটার উচ্চতার কালো মেঘের সৃষ্টি হয় I এই দ্বীপটিতে বসবাস করেন মাত্র ১৪০ জন I একমাত্র নৌকোয়ই হচ্ছে তাদের যাতায়তের বাহন I ২০১৪ সালেও মাউন্ট শিনদাকের অগ্ন্যুত্পাত ঘটেছিল I

XS
SM
MD
LG