পশ্চিমবঙ্গে মিউকরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আরও ১১ জনের তথ্য যাচাই করা হচ্ছে। রাজ্য সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মিউকরমাইকোসিসে মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আরও ৩ জনের এই কারণে মৃত্যু কি না তা যাচাই করে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের খবর, প্রতিটি হাসপাতালকে জানানো হয়েছে, সন্দেহভাজন রোগীদের সম্পর্কে সমস্ত তথ্য নিয়মিত পাঠাতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরে। সেই সমস্ত তথ্য যাচাই করে দেখবে রাজ্য স্বাস্থ্য দপ্তর বলে সরকারি সূত্রের খবর