অ্যাকসেসিবিলিটি লিংক

কায়রোতে মুসলিম ব্রাদারহুডের সমর্থক ও পুলিশের সংঘর্ষ


মিশরের কায়রোতে বিশ্ববিদ্যালয়ে বে-আইনি ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত হয়েছে।

রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম বলছে যে শনিবার আল আজহার বিশ্ববিদ্যালয়ে এই সংঘাতের সময়ে একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

কর্মকর্তারা বলছেন যে বিক্ষোভকারীরা একটি ভবনে অগ্নিসংযোগ করে এবং নিরাপত্তা বাহিনীর উপর পাথর নিক্ষেপ করে । পাল্টা ব্যবস্থা হিসেবে তারা কাঁদানে গ্যাস ব্যবহার করে। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে গেলে এই সহিংস পরিস্থিতির উদ্ভব হয়।

এর ঠিক একদিন আগেই গোটা মিশরে প্রতিবাদ জানানোর সময়ে পাঁচ জন নিহত এবং কয়েক শ লোক গ্রেপ্তার হয়।

মিশর সরকার যে মুসিলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে , তার প্রতিবাদ জানাতে সংগঠনটির ডাকে সাড়া দিয়ে বহু বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে।
XS
SM
MD
LG