অ্যাকসেসিবিলিটি লিংক

অং সান সুচি জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন


মিয়ানমারের নেত্রী অং সান সুচি তাঁর দেশের রাখাইন রাজ্যের সংকট নিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষন দেবেন। ঐ রাজ্যে চলমান সহিংসতায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় চার লাখ রোহিঙ্গা প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে এসেছেন।

রোহিঙ্গা জঙ্গিরা আগস্ট মাসের শেষের দিকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করেছিল। বিশ্লেষক এবং মানবাধিকার কর্মীরা বলছেন, তারপর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী নিষ্ঠুর অভিযান চালিয়ে অনেক গ্রাম পুড়িয়ে দিয়েছে এবং নারী ও শিশুদের হত্যা করেছে।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুচি এই পরিস্থিতি নিয়ে দৃঢ়ভাবে কথা না বলায় কঠোর আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন। জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে এই সপ্তাহে দেশের চলমান সংকট নিয়ে তাঁর ভাষন দেবার কথা থাকলেও তিনি তা বাতিল করেন।

XS
SM
MD
LG