মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা সংকট নিয়ে জাতির উদ্দেশ্য দেয়া অং সান সুচির ভাষণ নিয়ে বাংলাদেশসহ অনেকস্থানে নেতিবাচক প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অং সান সুচি এবং তার সরকারের তীব্র সমালোচনা করে বলেছে, আজকের ভাষণে সুচি স্পষ্ট করেছেন যে, তিনি এবং তার সরকার রাখাইনের সহিংসতা বিষয়ে বালুতে মাথা গুজে রেখেছেন।
বাংলাদেশেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অং সান সুচির ভাষণ বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। ঢাকা থেকে আমীর খসরু।