অ্যাকসেসিবিলিটি লিংক

অং সান সুচির সমর্থনে এগিয়ে এসেছেন মিয়ানমারের ব্যবসায়ীরা


মিয়ানমারের বড়ো বড়ো সব ব্যবসাপতিরা রাষ্ট্রীয় কাউন্সেলার- বর্মি নেত্রি অং সান সুচির সমর্থনে এগিয়ে এসেছেন, নেত্রি যে শরনার্থীদের পুনর্বাসন করার এবং অবকাঠামো পূনর্গঠনের পরিকল্পনা করেছেন তার জন্যে অর্থ সম্পদ ব্যয় করতে। ঐ যে অঞ্চলের বেশিরভাগ বাসিন্দাই বিতাড়িত হয়েছেন সেখানেই বেসরকারী বিনিয়োগের জন্যেও নেত্রি এখন আহ্বান জানাচ্ছেন। পুলিশ চৌকির ওপর রোহিঙ্গা জঙ্গি হামলার পাল্টা প্রতিক্রিয়ায় সামরিক বাহিনীর ঢালাও বিতাড়ন অভিযানে সাড়ে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণভয়ে পালিয়ে যায় বাংলাদেশে।

ইতোমধ্যে, ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক ই-মেইল সমাচারে জাতিসংঘ শরনার্থী হাই কমিশনারের দফতর থেকে বলা হয়েছে, শরনার্থীদের নিরাপদ-নির্বিঘ্ন প্রত্যাবর্তনের মতো সহায়ক পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। প্রত্যাবাসন কাজ আপাতত: স্থগিত করা হয়েছে। রোহিঙ্গা সম্প্রদায়ের নেতৃবর্গ ঐ গোষ্ঠী সম্প্রদায়ের হৃত ভূখন্ড প্রত্যর্পন, নৃশংস অত্যাচার নিপিড়নের আইনী ফয়সলা এবং নাগরিকত্ব অর্জন অভিমুখী প্রক্রিয়ার দাবি জানাচ্ছেন পূর্বশর্ত হিসেবে।

মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসী বা এন এল ডি’র নেত্রি অং সান সুচির নেতৃত্বাধীন অসামরিক সরকার যে দায়বদ্ধতার দায় ঠাওরাবেন সামরিক বাহিনীকে, সাংবিধানিক নিষেধাজ্ঞায় তারও কোনো উপায় নেই। প্রধানত: Union Enterprise for Humanitarian Assistance, Resettlement and Development in Rakhine, অথবা UEHRD-র মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়াস তাঁরা চালিয়েছেন বলেই বলা হচ্ছে।

XS
SM
MD
LG