অ্যাকসেসিবিলিটি লিংক

৬ দশমিক ৮ মাত্রার প্রচন্ড ভূমিকম্পে মিয়ানমার কেপে উঠে


The ancient Sulamuni temple is seen shrouded in dust as a 6.8 magnitude earthquake hit Bagan, Myanmar, Aug. 24, 2016.
The ancient Sulamuni temple is seen shrouded in dust as a 6.8 magnitude earthquake hit Bagan, Myanmar, Aug. 24, 2016.

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস এর সূত্রে বলা হয়েছে বুধবার ৬ দশমিক ৮ মাত্রার প্রচন্ড ভূমিকম্পে মিয়ানমারের উত্তর মধ্যাঞ্চল কেপে উঠে।

হতাহতের এখনও কোন খবর পাওয়া যায়নি। ১০০০ কিলোমিটার দূরে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এবং ভারতের কলকাতায়ও ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইরাওয়াদি নদীর পারে চাউক শহরের কাছে, ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে।

মিয়ানমারে অাজকের ভূমিকম্প, বাংলাদেশের ঢাকা ও চট্টোগ্রামেও অনুভূত হয়।

মিয়ানমারে মাঝেমধ্যেই ভূমিকম্প সংঘটিত হয়। তবে ২০১২ সালের পর আর বড় ধরনের ভূমিকম্প প্রত্যক্ষ করেনি। ওই বছরের নভেম্বরে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০ জনের প্রাণহানি হয়।

XS
SM
MD
LG