মিয়ানমার বলছে, রোহিঙ্গা শরনার্থী সংকটের মোকাবেলা নিয়ে জাতিসংঘের সমালোচনা প্রতিবেশি দেশের সঙ্গে সামরিক বাহিনীর নৃশংস দমন অভিযান তাড়িত পালিয়ে যাওয়া ছ’লাখ রোহিঙ্গার বাংলাদেশ থেকে প্রত্যাবাসন বিষয়ক নিস্পত্তি কথাবার্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার জারি করা বিবৃতিতে মানবাধিকার লংঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং রাখাইন প্রদেশে মিয়ানমারের সামরিক বাহিনী যেসব নিগ্রহ-নির্যাতন চালিয়েছে তার প্রতিরোধে সামরিক বাহিনীর সংযত আচরনের জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বুধবার অন সান সুচির দফতর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার ও বাংলাদেশ যে ইস্যুগুলোর সম্মুখিন তা যে দ্বিপাক্ষিক আলোচনায় নিস্পন্ন করা সম্ভব, নিরাপত্তা পরিষদ বোধ হয় সেটি বিবেচনা করতে অপারগ হয়েছে। বিবৃতিতে বলা হয়, ঢাকার সঙ্গে নিস্পত্তি আলোচনা ভালোভাবে, দ্রুত সম্পন্ন হচ্ছে।