অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার ২০১৭ সালের চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরুতে অঙ্গীকারবদ্ধ


মিয়ানমার ২০১৭ সালের চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে। ঢাকায় পররাষ্ট্র দফতর জানিয়েছে, মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কাইয়া টিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুুল মোমেনকে লেখা এক চিঠিতে ২০১৭ সালের চুক্তির ভিত্তিতে মিয়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে এবং বাংলাদেশসহ সকল প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক সমস্যা সমাধান ও শান্তিপূর্ণ সহঅবস্থানে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন। মিয়ানমারের মন্ত্রী লিখিত চিঠিতে বলেছেন, মিয়ানমার প্রতিবেশী দেশের সাথে পারস্পারিক অংশীদারিত্বের ভিত্তিতে যে কোনো সমস্যা সমাধানে আগ্রহী।

লিখিত চিঠিতে তিনি ১৯ জানুয়ারি বাংলাদেশ-মিয়ানমার ও চীনের মধ্যেকার পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এক্ষেত্রে আলাপ-আলোচনার ভিত্তিতে ১৯৭৮ এবং ১৯৯২ সালে রোহিঙ্গাদের দেশে ফেরত নেয়ার বিষয়টির কথাও মিয়ানমারের মন্ত্রী চিঠিতে উল্লেখ করেন। উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ১ জানুয়ারি মিয়ানমারের মন্ত্রীকে এক চিঠি দিয়েছিলেন।

XS
SM
MD
LG