অ্যাকসেসিবিলিটি লিংক

টিকা কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে জটিলতার সম্মুখীন মিয়ানমারের সামরিক জান্তা



মিয়ানমারের সামরিক জান্তার প্রধান জেনারেল মিন আউং হ্লেইং,ফাইল ছবি ২৭শে মার্চ ২০২১- রয়টার্স
মিয়ানমারের সামরিক জান্তার প্রধান জেনারেল মিন আউং হ্লেইং,ফাইল ছবি ২৭শে মার্চ ২০২১- রয়টার্স

মিয়ানমারের অভ্যুথানের নেতা, সিনিয়র জেনারেল মিন আউং হ্লেইং, এ বছরের শেষ নাগাদ দেশের ৫০% জনগণকে কোভিডসংক্রমণের বিরুদ্ধে টিকাদেবার পরিকল্পনা নিয়েছেন, তবে বাস্তবেসেই লক্ষ্য অর্জনে নানাবিধ সমস্যা ও বাধা রয়ে গেছে ।

২৮শে জুলাই থেকে রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিল, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কর্তৃক পরিচালিত গণতান্ত্রিক সরকারকে অপসারণের পর, সারা দেশজুড়ে চীনের প্রস্তুতকৃত সাইনোফার্ম ও সাইনোভাক ভ্যাকসিন কর্মসূচি হাতে নিয়েছেI
জুলাইয়ের শেষ সপ্তাহে মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রকটিকা দানেরকর্মসূচি শুরু করেছেIস্বাস্থ্য কর্মী, স্বেচ্ছাসেবক, কারাবন্দি ও যাদের বয়স ৬৫'র উর্ধেঅগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে টিকাদেয়া হবে ।The New Light Myanmar পত্রিকা ৬ই আগস্টজানায়যে ১ কোটি ৮০ লক্ষ, অর্থাত্জনসংখ্যার ৬.০৮% কেটিকা দেয়া হয়েছেI

২রা আগস্টএক সভায় জেনারেল হ্লেইং বলেন, "এ বছরের শেষ নাগাদ ৫০% জনগণকে টিকা দিতে আমাদের প্রতি মাসে ৫ লক্ষ লোককে টিকার আওতায় আনতে হবে"I

এই অনিশ্চিত পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র থান নায়েং সোয়ে, VOA কে সম্প্রতি জানিয়েছেন, সরকার নিশ্চিত যে, তারা লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবেI রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিল বা SAC, চীন, ভারত, রাশিয়া ও আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলি থেকে টিকা সংগ্রহের পরিকল্পনা নিয়েছেI

XS
SM
MD
LG