অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার সেনাবাহিনী মেজর জেনারেল মং মং সোয়েকে বরখাস্ত করেছে


মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আগস্ট মাসে রোহিঙ্গাদের ওপর হামলার সময় সেখানে মোতায়েন সেনাবাহিনীর কমান্ডে থাকা মেজর জেনারেল মং মং সোয়েকে বরখাস্ত করেছে বলে দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে মিয়ানমার টাইমস মঙ্গলবার রিপোর্ট প্রকাশ করেছে। মিয়ানমারের শীর্ষ স্থানীয় সাতজন সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে সোমবার ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ সোমবার অবরোধ আরোপের কয়েক ঘণ্টা পর দেশটির সেনাবাহিনীর সদর দফতর থেকে মেজর জেনারেল মং মং সোয়েকে বরখাস্ত করার বিবৃতি দেয়া হয়। ইইউ রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন নির্যাতন চালানোর অভিযোগে ওই সাত কর্মকর্তার সম্পত্তি বাজেয়াপ্ত এবং ইইউভুক্ত দেশগুলোতে ভ্রমণ নিষিদ্ধ করেছে। অবরোধের অংশ হিসেবে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ইইউ এর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের সময়সীমা বাড়ানো ছাড়াও প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। মেজর জেনারেল মং মং সোয়ের ওপর যুক্তরাষ্ট্রও নিষেধাজ্ঞা আরোপ করেছে । অবরোধের তালিকায় সেনাবাহিনীর তিন জেনারেল মর্যাদার এবং পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন ।

আরও জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা যাহুরুল আলম

please wait
Embed

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG