অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে হাজির করা উচিৎ


Britain's Foreign Secretary Jeremy Hunt meets with local muslim residents in Maungdaw in Rakhine state, Myanmar, September 20, 2018. Ye Aung Thu/Pool via REUTERS - RC1D6B6FA4B0
Britain's Foreign Secretary Jeremy Hunt meets with local muslim residents in Maungdaw in Rakhine state, Myanmar, September 20, 2018. Ye Aung Thu/Pool via REUTERS - RC1D6B6FA4B0

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী জেরেমি হান্ট আজ বলেছেন যে রোহিঙ্গা সংকটের জন্য দায়ী মিয়ানমারের কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে হাজির করা উচিৎ। মি হান্ট বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা মুসলিমদের প্রতি অত্যাচার করার বিষয়টি আদালতের সামনে তুলে ধরতে হবে যদি মিয়ানমারের নেতাদের বিচার করা না হয় ।

মিয়ানমারে উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফরে সেখানকার নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠকের পর হান্ট বলেন বর্মায় যদি সুবিচার ও জবাবদিহিতা না থাকে , তা হলে আইসিসি ‘র কাছে বিষয়টি উত্থাপন সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সব রকমের বিকল্পের কথা ভেবে দেখতে হবে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে , সূ চি যে ভাবে এই সংকটকে দেখেছেন তার সমালোচনা করা হয়। ঐ প্রতিবেদনে বলা হয় রোহিঙ্গা সংখালঘুদের প্রতি যুদ্ধাপরাধ এবং মানবতার প্রতি অপরাধ সংঘটনের জন্য মিয়ান্মারের বহু জেনারেলদের ণহত্যার জন্য বিচার করা উচিৎ

XS
SM
MD
LG