সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশন শনিবার জানায়, মিয়ানমারের সামরিক সরকার আরো দুজন স্থানীয় সাংবাদিককে গ্রেফতার করেছে, যারা হচ্ছেন পহেলা ফেব্রুয়ারী সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভাবনীয় দমনে গ্রেফতারকৃত, বহু ডজন সাংবাদিকের মধ্যে সাম্প্রতিকতমI
MYAWADDY টেলিভিশন জানায়, ফ্রন্টিয়ার মিয়ানমার নিউজ'র বিভাগীয় লেখক ও ভয়েস অব আমেরিকা'র ভাষ্যকার সিথু আউং মায়িন্ট, এবং বিবিসি মিডিয়া অ্যাকশন'র ফ্রিল্যান্স প্রোডিউসার, হেটেট হেটেট খাইনকে ১৫ই অগাস্ট গ্রেফতার করা হয়I
.
সিথু আউং মায়িন্টকে রাষ্ট্রদ্রোহিতা এবং অপপ্রচার ছড়ানোর জন্য অভিযুক্ত করা হয়েছেI MYAWADDY টেলিভিশন জানায় যে, সে জান্তা'র সমালোচনা করেছে এবং জনগণকে ধর্মঘটে যোগ দিতে এবং বেআইনি বিরোধী গ্ৰুপগুলিকে সহায়তা দিতে উন্ধন যোগাতোI
বিবিসি মিডিয়া অ্যাকশন এক বিবৃতিতে, হেটেট হেটেট খাইন'র নিরাপত্তা ও তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে জানায় যে, তারা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেI