থাইল্যান্ড ভিত্তিক স্বেচ্ছাসেবী সহায়তাকারী গ্ৰুপের প্রধান, মিয়ানমারের অভ্যন্তর থেকে জানান, মিয়ানমার সামরিক বাহিনী চীন ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় জাতিগোষ্ঠী সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা জোরদার করেছেI
পূর্বাঞ্চলীয় কায়িন রাজ্য থেকে শুক্রবার স্যাটেলাইট ফোন মারফত FREE BURMA RANGERS 'র প্রধান, ডেভিড ইউব্যাংক ভয়েস অব আমেরিকাকে জানান, পহেলা ফেব্রুয়ারির সামরিক অভ্যুথানের পর, সেনাবাহিনী শুধু শহরের প্রতিবাদকারীদের বিরুদ্ধে নয়, সীমান্ত এলাকায়ও হামলা বৃদ্ধি করেছেI
জাতিসংঘ, গত মাসে জানায় যে, সামরিক অভ্যুথান-পরবর্তী সহিংসতায় প্রায় আড়াই লক্ষ জনগণ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন এবং আগামী মাসগুলিতে লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার ঝুঁকিতে থাকবেনI
ইউব্যাংক'র FREE BURMA RANGERS সংস্থা, মিয়ানমারের সংঘাতপীড়িত জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু জনগণের কাছে চিকিৎসা সামগ্রী, বিভিন্ন সরবরাহ থেকে শুরু করে চাল ও স্কুলের বই সরবরাহ করে থাকেI
(রয়টার্স)
(এএফপি)