অ্যাকসেসিবিলিটি লিংক

শহর-ভিত্তিক গেরিলাদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করেছে মিয়ানমার সামরিক বাহিনী  


ফাইল ছবি, মিয়ানমারের মান্দালয়ে অভ্যুথান বিরোধী বিক্ষোভের সময় পথে পুলিশের অবস্থান ৩রা মার্চ, ২০২১, ছবি/রয়টার্স
ফাইল ছবি, মিয়ানমারের মান্দালয়ে অভ্যুথান বিরোধী বিক্ষোভের সময় পথে পুলিশের অবস্থান ৩রা মার্চ, ২০২১, ছবি/রয়টার্স

অভ্যুথান বিরোধীরা, মিয়ানমারের সামরিক বাহিনীর সম্পদ ও সহযোগীদের বিরুদ্ধে হামলা বৃদ্ধি অব্যাহত রাখায় সে দেশেরনিরাপত্তা বাহিনী, মিয়্নমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে মতবিরোধী গোষ্ঠিগুলোর বিরুদ্ধে দমন অভিযান চালাতে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছেI

ক্ষমতাচ্যুত কার্যত নেত্রী, অন সান সূচি'র ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং সংসদের প্রাক্তন সদস্য, ফিউও জেয়ার থ'কে ১৮ই নভেম্বর, বৃহস্পতিবার দাগন সেইকান শহর থেকে গ্রেফতার করা হয়েছেI

পরের দিন ক্ষমতাসীন সামরিক জান্তা ফিউও জেয়ার থ'র ছবিসহ তাঁর গ্রেফতারের খবর প্রকাশ করেI ছবিতে তাঁকে হাতকড়া পরা অবস্থায় এবং অস্ত্র ও গোলাবারুদের মাঝখানে দেখা গেছে।তাঁর মুখে ক্ষতের দাগ ছিলI সামরিক জান্তা এছাড়াও ৪০জন পুরুষ ও ৭জন মহিলার ছবি প্রকাশ করে, যারা নভেম্বরের ১২ থেকে ১৭ তারিখের মধ্যে ফিউও জেয়ার থ'র পরিচালনায় ইয়াঙ্গুনে কথিত সন্ত্রাসী হামলার জন্য অভিযুক্ত হয়েছেI

বিরোধী ছায়া সরকার, দ্য ন্যাশনাল ইউনিটি সরকার এবং গত বছরের ২০২০ সালের নির্বাচনে মনোনীত সংসদ সদস্যদের নিয়ে গঠিত কমিটি, পাইডাউংসু হলুত্বাও' যাদেরকে তারা সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে মনে করে তাদেরনির্দেশে যুবকদের প্রশিক্ষণ দেয়ার জন্য সামরিক জান্তা ফিউও জেয়ার থ'কে অভিযুক্ত করেছেI

জাতীয় ঐকমত্যের সরকারের ইয়াঙ্গুন ডিভিশনের সামরিক কমান্ড ও কন্ট্রোল ইউনিটের মুখপাত্র জানান, সামরিক বাহিনী দ্বারা আটককৃত ৪৭ জনের মধ্যে ২০ জন হচ্ছেন জাতীয় ঐকমত্যের সরকারের ইউনিটের সদস্যI

৭ই সেপ্টেম্বর জাতীয় ঐকমত্যের সরকার কতৃক "জনগণের প্রতিরোধ যুদ্ধ" ঘোষণার পর, বিরোধী বাহিনী ইয়াঙ্গুন ও দুটি পার্শ্ববর্তী অঞ্চল, বাগো ও আয়েযারওয়াদ্দিতে "অপারেশন সোয়ালো" অভিযান শুরু করেI

XS
SM
MD
LG