পাঁচ দশকে এই প্রথম মিয়ানমারে এক অসামরিক ব্যক্তি রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন।
বুধবার সংসদের যুগ্ম অধিবেশনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে টিন জ্য শপথ গ্রহণ করেন। তিনি মিয়ানমিয়ার প্রজাতন্ত্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন। দেশের দুই ভাইস প্রেসিডেন্ট মিয়েন্ত সুউই এবং হেনরি ভ্যান টিও, টিন জ্য’র পাশাপাশি শপথ গ্রহণ করেন।
টিন জ্য’র আনুষ্ঠানিক শপথ গ্রহণ, ১৯৬২ সালের পর, মিয়ানমারে পূর্ণ বা আংশিক সামরিক শাসনের অবসান ঘটালো। তাঁর পূর্বসূরী থেন সেইন ছিলেন এক সাবেক জেনারেল যিনি ২০১১ সালে ক্ষমতা নেন।