অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা বিদ্রোহীরা, অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে


Rohingya refugees go about their day outside their temporary shelters along a road in Kutupalong, Bangladesh, Sept. 9, 2017.
Rohingya refugees go about their day outside their temporary shelters along a road in Kutupalong, Bangladesh, Sept. 9, 2017.

মিয়ানমারে সংঘাতে যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে মানবিক সাহায্য পৌছে দেওয়ার জন্য মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহীরা, রবিবার থেকে এক মাসের অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে।

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মী, আর্সা, গত মাসে বহু পুলিশ চৌকিতে এবং এক সেনা ঘাঁটিতে হামলা চালায়। এর ফলে ৩ লক্ষেরও বেশী মানুষ স্থানান্তরিত হয়।

শনিবার এক বিবৃতিতে আর্সা, ত্রাণ সংস্থাগুলোকে উৎসাহ দেয় যাতে তারা অস্ত্র বিরতির সময়, মানবিক সঙ্কটের যারা শিকার হয়েছে, জাতি বা ধর্ম নির্বিচারে, তাদের কাছে পুনরায় সাহায্য পৌছে দেওয়া শুরু করে।

রবিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশেনাল, মিয়ানমার সরকারের বিরুদ্ধে অভিযোগ করে, যে, যে সব পথ দিয়ে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে যাচ্ছে, তারা সে সব পথে ইচ্ছাকৃত ভাবে স্থলমাইন পেতে দিয়েছে।

XS
SM
MD
LG