অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের ভূমিধ্বসে নিখোঁজরা হয়তবা নিহত হয়েছেন


মিয়ানমারের কর্তৃপক্ষ অনুমান করছেন যে মূল্যবান পাথর খনিতে ভূমিধ্বসের কারণে যারা নিখোঁজ ছিলেন তারা হয়তবা চাঁপা পড়ে নিহত হয়েছেন I এক মাস আগেও একই ধরনের দুর্যোগে এই খনি অঞ্চলে প্রায় ১০০ জনের মত শ্রমিক প্রাণ হারিয়েছিলেন I কর্তৃপক্ষ উদ্ধার কাজ জোরদার করেছে I

ভূমিধ্বসের কেন্দ্রবিন্দু কাচিন রাজ্যটি ইয়াঙ্গুন থেকে প্রায় ৯৫০ মাইল উত্তর পূর্বে অবস্থিত I কাচিনেই পাওয়া যায় বিশ্বের সবচাইতে উত্কৃষ্ট মানের পাথর I প্রাকৃতিক সম্পদ বিষয় সংগঠন জানায় যে, মিয়ানমারের পাথর খনিতে ৩১০০ কোটি ডলার সমপরিমাণ মূল্যের প্রাকৃতিক সম্পদ ভান্ডারের মৌজুদ আছে I

XS
SM
MD
LG