অ্যাকসেসিবিলিটি লিংক

শত শত রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে


বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সে দেশের সামরিক বাহিনী গত কয়েক সপ্তাহ যাবত যে সাঁড়াশি অভিযান চালাচ্ছে তার ফলে শত শত ভিত সন্ত্রস্ত রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে এবং দিন দিন তাদের সংখ্যা বাড়ছে বলে সীমান্ত থেকে পাওয়া খবরে জানা গেছে।

ওই সাঁড়াশি অভিযানে ৭০ থেকে ১৫০ জন রোহিঙ্গা মুসলিম নিহত হওয়ার এবং তাদের শত শত ঘরবাড়ী পুড়িয়ে দেয়ার খবর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত হয়েছে।

বাংলাদেশ সীমান্ত থেকে পাওয়া খবরে জানা গেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি স্থল সীমান্তে এবং কোস্ট গার্ড জল সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যাতে সীমান্তের ওপারে অবস্থান নেয়া রোহিঙ্গা উদ্বাস্তুরা বাংলাদেশে প্রবেশ করতে না পারে।

গত দু'দিনে কয়েকশো রোহিঙ্গা ছোট ছোট দলে ভাগ হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে বলে ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। তবে বিজিবির তৎপরতার কারনে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারেনি বলে খবরে বলা হয়। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:37 0:00

XS
SM
MD
LG