অ্যাকসেসিবিলিটি লিংক

পোপ ফ্রান্সিসকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন কিম জং উন


উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আনুষ্ঠানিকভাবে পোপ ফ্রান্সিসকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট Moon Jae-in এর মুখপাত্র Kim Eui-kyeom মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট মুন ১৭ অক্টোবর যখন pontiff সফর করবেন, তখন উত্তর কোরিয়ার নেতার আমন্ত্রনের কথা জানাবেন। গত মাসে পিয়ংইয়ংয়ে শীর্ষ সম্মেলনের সময় প্রেসিডেন্ট মুনের কাছে পোপ ফ্রান্সিস যেন উত্তর কোরিয়ায় সফরে আসেন সে ইচ্ছার কথা জানান কিম জং উন।

দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্টের নয় দিনের ইউরোপ সফরের সময় পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ঐ সফরের সময় তিনি ডেনমার্ক, ফ্রান্স ও ইটালী যাবেন।

XS
SM
MD
LG