অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদ


জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার সর্বসম্মতিক্রমে গত ৯ সেপ্টেম্বরের পারমাণবিক পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছে। আর এর লক্ষ্য দেশটি যাতে পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য অর্থায়ন বন্ধ রাখে।

নতুন নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার কয়লা রপ্তানি বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্রে এক কর্মকর্তা জানান বৈদেশিক রাজস্ব আয়ের ৬০ শতাংশ আসে কয়লা রপ্তানি থেকে। যা দেশটির রাজস্ব আয়ের একক ভাবে সবচেয়ে বড় উৎস।

নিরাপত্তা পরিষদের পূর্বের প্রস্তাবে বলা হয়েছিল, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিল করবে এবং কোন পারমাণবিক পরীক্ষা বা ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালাবে না। কিন্তু উত্তর কোরিয়া গত দশকে বারবার নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে। সবশেষ গত সেপ্টেম্বর মাসে দেশটি আবারো পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল।

XS
SM
MD
LG