অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার নেতা যুদ্ধ বাধাতে চাইছেন: জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত


জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি সোমবার বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুদ্ধ বাধাতে চাইছেন। তিনি সতর্ক করে দেন যে, যুক্তরাষ্ট্রের সীমাহীন ধৈর্য নেই।

নিকি হেলি বলেন, "তার অবমাননাকর ক্ষেপণাস্ত্রের ব্যবহার এবং পারমাণবিক হুমকি দেখে বোঝা যায় তিনি যুদ্ধ বাধাতে চাইছেন। যুক্তরাষ্ট্র কখনোই যুদ্ধ চায় না; আমরা এখন যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশের ধৈর্য সীমাহীন নয়; আমরা আমাদের মিত্র এবং আমাদের এলাকা রক্ষা করবো।"

রবিবার উত্তর কোরিয়া তাদের ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালানোর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুষ্ঠিত জরুরী বৈঠকে নিকি হেলি এসব কথা বলেন।

পিয়ংইয়ং দাবি করেছে যে, তারা একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে। যা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) আওতায় পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটা নিশ্চিত করেননি। তবে তারা বলেছেন, উত্তর কোরিয়ার আগের যেকোন পারমাণবিক পরীক্ষার চেয়ে এটা বড় ছিল।

XS
SM
MD
LG