অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের প্রতি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া-জাপান


যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের নেতারা, উত্তর কোরিয়া ৪ঠা জুলাই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর, দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দ্রুত গতিতে কার্যকর করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

জার্মানির হামবুর্গের জি-২0 সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট Moon Jae-in এবং জাপানের প্রধানমন্ত্রী Shinzo Abe এর মধ্যকার কথোপকথনের লিখিত বিবরনী অনুযায়ী, এই তিন নেতা উত্তর কোরিয়াকে শাস্তি দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব দ্রুত বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

কথোপকথনের লিখিত বিবরনী অনুযায়ী, উত্তর কোরিয়াকে পরমানু নিরস্ত্রিকরনের প্রতিশ্রুতি নেতারা পুনর্ব্যক্ত করেছেন এবং উত্তর কোরিয়া যে অন্য দেশগুলো হুমকি দেয়, তা বন্ধ ও দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানোর জন্য দেশটিকে বোঝাতে, নেতারা উত্তর কোরিয়া সীমান্তবর্তী দেশগুলোর সহায়তার আহবান জানিয়েছেন।

XS
SM
MD
LG