অ্যাকসেসিবিলিটি লিংক

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বানিজ্যিক প্রতিনিধিরা, ন্যাফটার বিষয়ে কর্মকর্তাদের অবহিত করবেন


FILE - From left, the flags of Canada, Mexico and the United States are pictured at NAFTA talks in Mexico City, Nov. 19, 2017.
FILE - From left, the flags of Canada, Mexico and the United States are pictured at NAFTA talks in Mexico City, Nov. 19, 2017.

কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ বানিজ্যিক প্রতিনিধিরা, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ন্যাফটার বিষয়ে আলোচনার প্রক্রিয়া সম্পর্কে, সোমবার কর্মকর্তাদের অবহিত করবেন। যারা ওই প্রক্রিয়ার সঙ্গে পরিচিত তারা বলেছেন মার্চ মাসে চুক্তি চুড়ান্ত করার যে সময় সীমা নির্ধারিত ছিল, তা হয়ত পিছিয়ে দেওয়া হবে।

তিনটি দেশ চেষ্টা করেছে ২০১৭ সালের শেষ নাগাদ আলোচনা সম্পন্ন করতে। কিন্তু তারা অনানুষ্ঠানিক চুড়ান্ত সময়সীমা বিলম্বিত করেন কারণ তারা কয়েকটি বিতর্কিত বিষয়ে অভিন্ন অবস্থান বার করতে চেষ্টা করছিলেন।

সব শেষ আলোচনা হয় মন্ট্রিয়লে।

এক মাস পরে Mexico Cityতে এ বিষয়ে আবার বৈঠক হওয়ার কথা।

XS
SM
MD
LG