যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মর্যাদা সূচক লিজিয়ন অফ মেরিট সম্মানে ভূষিত করেছেন। দুই দেশের মধ্যে সামরিক কৌশলগত সম্পর্ক উন্নততর করে তোলার জন্য এবং বিশ্বে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই সম্মান জানানো হলো বলে শংসাপত্র বলা হয়েছে। নরেন্দ্র মোদী ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই সম্মান পেয়েছেন। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া মিলে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনকে আটকানোর জন্য যে 'কোয়াড' গোষ্ঠী গঠন করেছে, সেই দেশগুলোর নেতাদের কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়েছে। গতকাল ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এই শংসাপত্র গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন হোয়াইট হাউসে এ সংক্রান্ত একটি বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে ওই সম্মান পত্রটি তুলে দেন।