অ্যাকসেসিবিলিটি লিংক

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত-বাংলাদেশ 'মৈত্রী সেতু'-র উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত-বাংলাদেশ 'মৈত্রী সেতু'-র উদ্বোধন করলেন। উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থেকে ফেনী নদীর উপর দিয়ে এই সেতুটি বাংলাদেশের রামগড়ে গিয়ে শেষ হয়েছে। প্রায় দু'কিলোমিটার দীর্ঘ সেতুটি তৈরি করেছে ভারতের জাতীয় সড়ক সংস্থা। এর ফলে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের এবং সেইসঙ্গে গোটা উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ও পণ্য পরিবহনে সুবিধে হবে। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে সহজে পণ্য পৌঁছে দেওয়া যাবে উত্তর-পূর্ব ভারতে। সাব্রুম থেকে চট্টগ্রামের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার। বাংলাদেশেরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন অনুষ্ঠানে বলেন, এই মৈত্রী সেতু প্রতিবেশী ভারতের প্রতি বাংলাদেশের শুভেচ্ছার নিদর্শন।

সরাসরি লিংক


নরেন্দ্র মোদী বলেন, এটি মূলত পণ্য পরিবহনের জন্য একটি বাণিজ্যিক করিডর। এর ফলে ভারত-বাংলাদেশ উভয়েরই উপকার হবে। তবে সেখানেই থেমে না থেকে প্রধানমন্ত্রী একটা রাজনৈতিক বার্তাও দেন। তিনি বলেন, ত্রিপুরার একটা সুবিধে হল ওই রাজ্য ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পাচ্ছে। অর্থাৎ কেন্দ্রে যে দল সরকার চালাচ্ছে, রাজ্যেও সেই দলেরই সরকার কায়েম। সুতরাং উন্নয়ন আরও সহজে হতে পারে। মোদি বলেন, অনেক রাজ্য কেন্দ্রের সঙ্গে ঝগড়া করতেই এত ব্যস্ত যে তাদের আর উন্নয়ন হয়ে ওঠে না। সেটা এখন তারা বুঝতেও পারছে।

XS
SM
MD
LG