অ্যাকসেসিবিলিটি লিংক

ন্যাশভিল বিস্ফোরণের উদ্ধার তৎপরতায় প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের সন্তোষ প্রকাশ 


যুক্তরাষ্ট্রে বড়দিনের সকালে টেনেসি রাজ্যের ন্যাশভিলে যে গাড়ি বোমা বিস্ফোরিত হয়, তাকে 'উদ্দেশ্যমূলক' বলে চিহ্নিত করা হয়েছেI বোমাটি বিস্ফোরিত হওয়ার আগে, গাড়ি থেকে এ ব্যাপারে একটি বার্তা আসেI অনেকটা জনমানবহীন ছুটির দিনে, গাড়িতে বিস্ফোরণ ঘটলেও, পুলিশ কর্তৃপক্ষ বোমা স্কোয়াড তলব করেন এবং নিকটবর্তী ভবনগুলির বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়I

পুলিশ দপ্তরের মুখপাত্র জানান, বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়I সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জন ড্রেইক বলেন, ঘটনাস্থলে তারা কিছু টিস্যু'র আলামত পেয়েছেন, যা মানুষের দেহাবশেষ হতে পারেI

টেলিযোগাযোগ সংস্থা AT&T জানায়, তাদের পরিষেবা কিছুটা বিঘ্নিত হয়েছে, যার কারণে ৯১১ পরিষেবাও কাজ করেনিI টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায়, ন্যাশভিল বিমান বন্দরের উড়ান সাময়িকভাবে বন্ধ রাখা হয়I

ফ্লোরিডায় অবকাশরত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়I তিনি প্রথম সারির কর্মীদের সাড়াতে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, আহতদের সুস্থতা কামনা করেনI নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন, প্রথম সারির উদ্ধার তৎপরতায় উদ্ধারকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেনI

XS
SM
MD
LG