মেক্সিকো উপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় নেইট ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে এবং আগামী ২৪ ঘন্টায় তা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও ফ্লোরিডার উপকূলে আঘাত হানবে I আবহাওয়াবিদরা জানিয়েছেন এর গতি ঘন্টায় ১৩৫ কিলোমিটার, যা আরো বাড়তে পারে I ইতিমধ্যেই উপকূলীয় এলাকার জনগণকে অন্যত্র নিরাপদ স্থানে চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে I ২০০৫ সালে এই উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড় ক্যাটরিনার তান্ডবে বিধস্ত হয়েছিল I
মধ্য আমেরিকায় নেইটের ছোবলে ২৫ জন প্রাণ হারিয়েছেন I