অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানের প্রতি বিভিন্ন দেশের স্বীকৃতি জ্ঞাপন , চ্যালেঞ্জ রয়েছে , সামনে আরও


দক্ষিণ সুদানের প্রতি বিভিন্ন দেশের স্বীকৃতি জ্ঞাপন , চ্যালেঞ্জ রয়েছে , সামনে আরও
দক্ষিণ সুদানের প্রতি বিভিন্ন দেশের স্বীকৃতি জ্ঞাপন , চ্যালেঞ্জ রয়েছে , সামনে আরও

সুদানের একটি পত্রিকা The Sudan Tribune জানিয়েছে যে এ পর্যন্ত কমপক্ষে ১৫টি দেশ দক্ষিণ সুদানকে স্বীকৃতি দিয়েছে , যাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র , ব্রিটেন , রাশিয়া ও চীনের মতো বিশ্বের শক্তিধর দেশগুলোও।

শনিবার যারা প্রথমে দেশটিকে স্বীকৃতি দেন , তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি বলেন যুক্তরাষ্ট্র নতুন দেশটির জন্মকে স্বাগত জানায় এবং দক্ষিণ সুদানবাসীরা যখন তাদের দেশ গঠনের কঠোর কাজে রত তখন যুক্তরাষ্ট্র তাদের পাশেই থাকবে।

স্বীকৃতি বিষয়ক বিবৃতি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন , রুশ প্রেসিডেন্ট দ্যমিত্রি মেদইয়েদেফ এবং ভারত, ইসরাইল কেনিয়া ও ফ্রান্সের নের্তৃবৃন্দ।

চীন ও তাদের স্বীকৃতির হাত বাড়িয়ে দেয় এবং বলেছে যে তারা দক্ষিণ সুদান ও তার সাবেক জাতীয় অংশ সুদানের মধ্যে শান্তি ও সৌহার্দের সম্পর্কেকে উৎসাহিত করবে। চীন সুদানের অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা , এবং এটি নিশ্চিত করতে চায় যে দুটি সুদানের মধ্যে উত্তেজনা যাতে তেল উৎপাদনে বিঘ্ন সৃষ্টি না করে।

এ দিকে এই নতুন রাষ্ট্রের প্রতি যে সব চ্যালেঞ্জ আছে সে সম্পর্কেই ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বিশ্রেষন করেছেন ক্ল্যাফলিন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড জিয়া হাসান ।

XS
SM
MD
LG