বিগত মাসগুলিতে কয়েক ডজন মহিলাদের যৌন হয়রানির খবর প্রকাশ পায় দেশের প্রধান প্রধান সংবাদ ও প্রচার মাধ্যমে, যাতে জড়িয়ে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্পসহ বহু গন্যমান্য ব্যাক্তিত্ব, রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তারা I তবে আমেরিকান আদিবাসী সম্প্রদায়,যারা রেড ইন্ডিয়ান নামে খ্যাত, তাদের একটি এডভোকেসি গ্রূপ জানিয়েছে,যে নেটিভ আমেরিকান মহিলাদের ওপর যৌন নিপীড়ণের কথা তারা কোনো দিনই প্রকাশ করেনি, যে নিপীড়ন চলে এসেছে কলোনিয়াল যুগ থেকে এবং বেশির অন্যায়কারীদের কোনো বিচার করা হয়নি I
গ্রূপটি জানায় আমেরিকান ইন্ডিয়ান এবং আলাস্কা ইন্ডিয়ান আদিবাসী মহিলাদের ৫জনের মধ্যে ৪জনই এ ধরণের যৌন নিপীড়ণের শিকার I