অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের বিমানকে ভূপাতিত করায় সিরিয়ার প্রতি নেটোর ধিক্কার


গেলো সপ্তাহে , তুরস্কের একটি জেট বিমানকে সিরিয়া যে গুলির আঘাতে ভূপাতিত করে , নেটো তাতে ধিক্কার ব্যক্ত করেছে – বলেছে,সিরিয়ার সরকার যে আন্তর্জাতিক রিতি-রেওয়াজকে তুচ্ছতাচ্ছিল্য করে ,শান্তি ও নিরাপত্তা আর মানুষের প্রাণের কোনো তোয়াক্কা যে করেনা , এ ঘটনা সেই তারই একটা নমুনা ।

মিত্র জোটের শরিক দেশগুলোর দূতদের সঙ্গে ব্রাসেলসে এক বৈঠকের পর নেটো মহাসচীব আঁদ্রে ফো রাসমিউসিন বলেন – পরিস্থতির আরো অবনতি ঘটবে বলে মনে হয়না তাঁর তবে ভবিষ্যতে এরকম ঘটনার পূনারাবৃত্তি যাতে না ঘটে সিরিয়া তার জন্যে প্রয়োজনিয় ব্যবস্থা নেবে বলেই আশা করেন তিনি ।

নেটোর তরফের সম্ভাব্য পদক্ষেপের ব্যাপারে তাঁর আঁচ অনুমানের কিছু তিনি বলেন নি – বলেছেন , মিত্তরজোটের শরিকেরা ঘটনাপ্রবাহ পানে নজর রাখবে লাগাতার । বলেন – দৃপ্ত সংহতির চেতনায় তুরস্কের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো – মিত্রজোটের নিরাপত্তায় বিভক্তির কোনো অবকাশ নেই ।

তুরস্ক , এ বৈঠকের জন্যে অনুরোধ জানিয়েছিলো । নেটো চুক্তির এক ধারায় , শরিক কোনো দেশ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দিলে পরামর্শের জন্যে এ ধরনের বৈঠকের আহ্বান জানাতে পারে ।

XS
SM
MD
LG