অ্যাকসেসিবিলিটি লিংক

নেটো আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সময় নির্ধারণ করেছে , যুক্তরাষ্ট্রের সতর্ক প্রতিক্রিয়


নেটো আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সময় নির্ধারণ করেছে , যুক্তরাষ্ট্রের সতর্ক প্রতিক্রিয়
নেটো আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সময় নির্ধারণ করেছে , যুক্তরাষ্ট্রের সতর্ক প্রতিক্রিয়

আজ নেটো নেতারা এই মর্মে একটি পরিকল্পনা অনুমোদন করেছেন যাতে আফগানিস্তানে যুদ্ধের নের্তৃত্ব কাবুল সরকারের কাছে হস্তান্তরন শুরু করার এবং ২০১৪ সাল নাগাদ সম্পুর্ণ ভাবে আফগান বাহিনীর কাছে সামরিক নিয়ন্ত্রণ হস্তান্তরিত করার কথা বলা হয়েছে।

তবে যুক্তরাস্ট্রের একজন পদস্থ কর্মকর্তা হুশিয়ার করে দিয়েছেন যে প্রেসিডেনন্ট বারাক ওবামা ঠিক ঐ তারিখেই যুক্তরাষ্ট্রের যোদ্ধৃ মিশন শেষ করার ব্যাপারে আনুষ্ঠানিক কোন প্রতিশ্রুতি দেননি।

কর্মকর্তাটি বলছেন যে , সব যোদ্ধৃবাহিনী ঐ তারিখের মধেই সে দেশ ত্যাগ করবে না যদি ও ঐ সময়ের মধ্যে আফগানরা ৩৪টি প্রদেশের নিয়ন্ত্রণ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই , তাঁর কথায় , “ কার্যকর , পরিবর্তনযোগ্য , এবং টেকসই “ হস্তান্তরন প্রক্রিয়া বলে এই সিদ্দান্তকে স্বাগত জানিয়েছেন।

নেটো মহাসচিব অ্যান্ডারর্স ফো রাসমাসেন বলেছেন যে ২০১৪ সালের পর আফগানিস্তানে বিদেশি সৈন্যদের যোদ্ধৃবাহিনীর ভুমিকায় তিনি অন্তত দেখছেন না।

রাসমাসেন বলছেন যে তিনি এ ব্যাপারে আস্থাশীল যে সকল পক্ষই ২০১৪ সালের সময়সীমা মানতে পারবে তবে এ ও বলেন যে এ সব ব্যবস্থা নির্ভর করছে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উপর।

তিনি সতর্ক করে দেন যে শত্রুপক্ষ যদি আমাদের চলে আসা পযর্ন্ত অপেক্ষ করে থাকে , তা হলে তারা ভুল করবে। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করবো।

লিসবেনে দু দিন ব্যাপী এই নেটো সম্মেলনের দ্বিতীয় দিনে নেটো প্রধান ও আফগান নেতার পাশে দাঁড়িয়ে জাতিসংঘের মহাসচিব বান কী মুন সাবধান করে দেন যে এ ধরণের প্রতাহারের ঘটনা নির্ভর করছে বাস্তবতার ওপর , সময়সূচির ওপর নয়।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG