অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রেগায় বিদ্রোহী যোদ্ধাদের হত্যার ঘটনা নেটো তদন্ত করছে


ব্রেগায় বিদ্রোহী যোদ্ধাদের হত্যার ঘটনা নেটো তদন্ত করছে
ব্রেগায় বিদ্রোহী যোদ্ধাদের হত্যার ঘটনা নেটো তদন্ত করছে

নেটো আজ বলেছে যে লিবিয়ার পুর্বাঞ্চলে তেলের জন্যে গুরুত্বপূর্ণ শহর ব্রেগায় তারা যে বিদ্রোহী যোদ্ধাদের একটি যানবহরে আঘাত হেনে কমপক্ষে ১০ জনকে হত্যা করেছে সেই দাবি তারা খতিয়ে দেখছে।

প্রত্যক্ষ দর্শিরা বলছেন যে শুক্রবার ঐ যোদ্দাদের মধ্যে কোন একজন আকাশে বিমান বিধ্বংসী কামান দিয়ে গুলি চালায় তবে এটা ঠিক পরিস্কার নয় যে উল্লাস প্রকাশ কারী বিদ্রোহী যোদ্ধারা ঐ গুলি চালায়, নাকি লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফির প্রতি অনুগত কোন সৈন্য ঐ দলে অনুপ্রবেশ করে এই ঘটনাটি ঘটিযৈছে। প্রত্যক্ষ দর্শিরা বলছে যে শুক্রবারের ঐ আক্রমণের পর তারা অন্তত চারটি গাড়ি পুড়তে দেখেছে। মধ্য ফেব্রুয়ারিতে লড়াই শুরু হবার পর এই ব্রেগার নিয়ন্ত্রণ কয়েকবার হাত বদল হয়েছে। খুব দূর্বল ভাবে প্রশিক্ষিত বিদ্রোহী যোদ্ধারা নিজেদের আরও সুশৃঙ্খল বাহিনীতে পরিণত করার চেষ্টা করছে এবং সাবেক সামরিক কমান্ডারদের সম্মুখ সারিতে লড়াইয়ে নের্তৃত্ব দেওয়ার জন্যে পাঠাচ্ছে।

এ দিকে গাদ্দাফি সরকারের একজন মুখপাত্র মুসা ইব্রাহিম ত্রিপোলিতে বলেছেন "আমরা শান্তির আহ্বান জানিয়েছি কিন্তু বিদ্রোহীরা শান্তি চায় না, তারা চাতুরি করছে"।

XS
SM
MD
LG