অ্যাকসেসিবিলিটি লিংক

নেটোর প্রতিরক্ষা মন্ত্রীরাদের বৈঠক ব্রাসেলসে



নেটোর প্রতিরক্ষামন্ত্রীরা বুধবার ২০১৪ সাল পরবর্তী আফাগানিস্তান সম্পর্কিত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ব্রাসেলসে দুদিনের বৈঠকে মিলিত হয়েছেন।

প্রতিরক্ষা্ মন্ত্রীবর্গ নেটো যৌদ্ধৃ সেনারা আফাগানিস্তান ত্যাগ করার পর আফগান নিরাপত্তা বাহিনীকে সাহায্য এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য সেখানে নতুন মিশনের ভুমিকা সম্পর্কে আলোচনা করেন। ২০১৪ সালের পর আমেরিকার কিছু সেনা আফাগানিস্তানে অবস্থান করবে বলে যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের মধ্যে যে প্রাথমিক পর্যাযের একটি চুক্তি হয়েছে সেটাও অন্তর্ভূক্ত ছিল।

নেটো মহা সচীব আন্ডাস ফো রাসমুউসান বলেন এ পর্যন্ত যা আর্জিত হয়েছে তাতে আফাগানরা সন্তুষ্ট হতে পারে।

তিনি বলেন আফগানিস্তানের জনগণ আফগান নিরাপত্তা বাহিনীর অগ্রগতিতে গর্ববোধ করতে পারে। আগামী বছরের শেষে তারা যে দেশের নিরাপত্তার দায়িত্ব ভার নিতে সক্ষম সে বিষয়েও তাদের ওপর আমাদের আস্থা আছে।
XS
SM
MD
LG