ইউরোপের সঙ্গে থাকা সামরিক জোট নেটোর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ন সমর্থন রয়েছে, সোমবার এমন মন্তব্য করে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, সাত দশকের পুরাতন অংশীদারিত্বের জন্য ইউরোপের অনেক দেশই তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ক্ষেত্রে এখনো স্পষ্ট ও বিশ্বাসযোগ্য পথে নেই।
ব্রাসেলসে নেটোর সদর দপ্তরে মাইক পেন্স বলেন, নেটোর ২৮ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ও অন্য চারটি দেশ, প্রতিরক্ষা খাতে তাদের জাতীয় অর্থনীতির ২ শতাংশ ব্যয় করার যে লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরন করে। মাইক পেন্স বলেন, "আমাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অভিপ্রায় থাকতে হবে। আমরা আমেরিকা আমাদের অংশ করবো।"
এসময় ইউরোপীয় ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক তার পাশেই ছিলেন।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আরো বলেন, যুক্তরাষ্ট্র “রাশিয়াকে অব্যাহত ভাবে দায়বদ্ধ রাখবে।” কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে নতুন অভিন্ন অবস্থান খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন।
রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট করার সম্ভাবনার খুঁটিনাটি বিষয়ে ভাইস প্রেসিডেন্ট বিস্তারিত আর কিছু বলেননি।