ইউক্রেনের সঙ্কট নিয়ে বুধবার এক আলোচনায় বসতে নেটো এবং রাশিয়া রাজি হয়েছে। ব্রাসেলস ‘এ অনুষ্ঠিতব্য এই বৈঠকটি হবে ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপে গত সপ্তায় রুশ বাহিনীর প্রবেশের পর রাশিয়া এবং পশ্চিমি প্রতিরক্ষা জোটের মধ্যে এ ধরণের প্রথম বৈঠক।
মঙ্গলবার নেটো এই বিশেষ অধিবেশনের আহআবান জানিয়ে বলেছে যে এই বৈঠকটি হচ্ছে মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেনের অনুরোধে । জোটটি আর বিস্তারিত কিছু জানায়নি।
ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ডের অনুরোধে মঙ্গলবার দিনে আরও আগের দিকে নেটোর সদস্যরা বৈঠকে বসেন। পরে নেটো বলে যে ইউক্রেনে রাশিয়ার সামরিক উপস্থিতি , ইউরো-আটলান্টিক অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়ে গুরুতর তাৎপর্য বহন করে।
এ দিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা , ইউক্রেইনের অন্তবর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে মঙ্গলবার রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন । তিনি আরও বলেছেন যে মস্কো সরকারের দাবি অনুযায়ী ইউক্রেনে রুশ বংশোদ্ভূত লোকজন হুমকির সম্মুখীন কী না সেটা নিশ্চিত করতে রাশিয়া যেন অন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি দেয়।
মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সংবাদ সম্মেলনের পর মি ওবামা ওয়াশিংটনে বক্তব্য রাখছিলেন । রুশ নেতা গত সপ্তায় ক্রাইমিয়ায় তাঁর দেশের সামরিক হস্তক্ষেপকে সমর্থন করে বলেন যে ইউক্রেইনে রাশিয়ানদের জীবন রক্ষা করার অধিকার তাঁর আছে। তবে তিনি এ কথা ও বলেন যে , ঐ অঞ্চলে ইউক্রেনের সামরিক ইউনিটগুলোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে স্থানীয় আত্মরক্ষা বাহিনী , রুশ সৈন্যরা নয়। প্রেসিডেন্ট ওবামা এই যুক্তি খন্ডন করে বলেন যে এ ব্যাপারে সকলের দৃঢ় বিশ্বাস যে রাশিয়ার কর্মকান্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থি। সামরিক হস্তক্ষেপের কোন বৈধ অধিকার মস্কো সরকারের নেই। তিনি এ কথা ও বলেন যে মনে হচ্ছে মি পুতিনের বিভিন্ন আইনজীবি বিভিন্ন রকমের ব্যাখ্যা দিচ্ছেন।
মঙ্গলবার নেটো এই বিশেষ অধিবেশনের আহআবান জানিয়ে বলেছে যে এই বৈঠকটি হচ্ছে মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেনের অনুরোধে । জোটটি আর বিস্তারিত কিছু জানায়নি।
ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ডের অনুরোধে মঙ্গলবার দিনে আরও আগের দিকে নেটোর সদস্যরা বৈঠকে বসেন। পরে নেটো বলে যে ইউক্রেনে রাশিয়ার সামরিক উপস্থিতি , ইউরো-আটলান্টিক অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়ে গুরুতর তাৎপর্য বহন করে।
এ দিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা , ইউক্রেইনের অন্তবর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে মঙ্গলবার রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন । তিনি আরও বলেছেন যে মস্কো সরকারের দাবি অনুযায়ী ইউক্রেনে রুশ বংশোদ্ভূত লোকজন হুমকির সম্মুখীন কী না সেটা নিশ্চিত করতে রাশিয়া যেন অন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি দেয়।
মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সংবাদ সম্মেলনের পর মি ওবামা ওয়াশিংটনে বক্তব্য রাখছিলেন । রুশ নেতা গত সপ্তায় ক্রাইমিয়ায় তাঁর দেশের সামরিক হস্তক্ষেপকে সমর্থন করে বলেন যে ইউক্রেইনে রাশিয়ানদের জীবন রক্ষা করার অধিকার তাঁর আছে। তবে তিনি এ কথা ও বলেন যে , ঐ অঞ্চলে ইউক্রেনের সামরিক ইউনিটগুলোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে স্থানীয় আত্মরক্ষা বাহিনী , রুশ সৈন্যরা নয়। প্রেসিডেন্ট ওবামা এই যুক্তি খন্ডন করে বলেন যে এ ব্যাপারে সকলের দৃঢ় বিশ্বাস যে রাশিয়ার কর্মকান্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থি। সামরিক হস্তক্ষেপের কোন বৈধ অধিকার মস্কো সরকারের নেই। তিনি এ কথা ও বলেন যে মনে হচ্ছে মি পুতিনের বিভিন্ন আইনজীবি বিভিন্ন রকমের ব্যাখ্যা দিচ্ছেন।