অ্যাকসেসিবিলিটি লিংক

গাদ্দাফির আলোচনার প্রস্তাব , নেটো নাকচ করেছে


গাদ্দাফির আলোচনার প্রস্তাব , নেটো নাকচ করেছে
গাদ্দাফির আলোচনার প্রস্তাব , নেটো নাকচ করেছে

আজ নেটো কর্মকর্তারা লিবিয়ার নেতা সেখানকার সংঘাত সমাপ্ত করার লক্ষে মোয়াম্মার গাদ্দাফির আপোষের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

আজ একজন নেটো কর্মকর্তা বলেছেন যে তারা কথা নয় , কাজ দেখতে চান। তিনি বলেন যে সেখানকার অসামরিক লোকজন যতদিন হুমকির সম্মুখীন ততদিন নেটোর অভিযান অব্যাহত থাকবে।

লিবিয়ার নেতারা ও এই আপোষ রফার আহ্বান প্রত্যাখ্যান করে বলেন যে আপোষ করার সময় এখন চলে গেছে। অন্তবর্তী জাতীয় পরিষদের বিদ্রোহীরা বলছেন যে মি গাদ্দাফির সরকার সব রকমের বিশ্বা্সযোগ্যতা হারিয়েছে।

এর আগে দেড় ঘন্টা ধরে টেলিভিশনে সম্প্রচারিত ঐ ভাষণে মি গাদ্দাফি বলেন যে নেটা আক্রমণ বন্ধ করলে তিনি আপোষরফার জন্যে প্রস্তুত আছেন তবে একই সঙ্গে বলেন যে তিনি ক্ষমতা ত্যাগ করবেন না।

লিবিয়া বলছে যে নেটোর বিমান বাহিনী আজ শনিবার ভোর বেলায় তাদের জাতীয় সম্প্রচপার দপ্তরের কাছে বোমা বর্ষন করেছে। ঐ সময়ে লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফি সেখান থেকে ভাষণ দিচ্ছিলেন।

সরকার বলছে যে এই বোমা বর্ষণে প্রমাণিত হয় যে মিত্র বাহিনী সুনির্দিষ্টভাবে মি গাদ্দাফিকে লক্ষবস্তু করেছিল।

XS
SM
MD
LG