অ্যাকসেসিবিলিটি লিংক

নেটোর মহাসচিব আজ কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচছেন


নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ আজ বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন। আর তার পর তিনি এই জোটের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।

প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যানসি পেলসি এবং সেনেটে সংখ্যাগুরু নেতা মিচ ম্যাকনেল নেটো নেতাকে , ডেমক্র্যাটিক নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটের সদস্যদের ভাষণ দেয়ার আমন্ত্রণ জানান যাতে মাঝে মাঝে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঐ জোট সম্পর্কে সমালোচনা সত্বেও ৭০ বছরের পুরোনো এই আটল্যান্টিক জোটের প্রতি উভয় দলের সমর্থন প্রদর্শন করা যায়।

নেটো দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা ওয়াশিংটনে যখন বৈঠকের জন্যে সমবেত হয়েছেন , তখন পররাষ্ট্র নীতি বিষয়ক বিশ্লেষকরা জোর দিয়েই বলছেন যে এটি হচ্ছে ইতিহাসে সব চেয়ে সফল সামরিক জোট এবং তা এখনো কার্যকর। এই জোট নতুন করে উঠে আসা রাশিয়া. কিংবা অন্যান্য সমসা মোকাবিলা করতে সক্ষম।

অ্যাটলান্টিক কাউন্সিলের মার্ক সিমাকভোস্কি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন নেটোর মিত্ররা প্রতিরক্ষা খাতে আরও ব্যয় করছেন এবং নেটোও হালনাগাদ হয়ে উঠছে।

XS
SM
MD
LG