অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ৫ জন নেটো সৈন্য নিহত


আফগানিস্তানে ৫ জন নেটো সৈন্য নিহত
আফগানিস্তানে ৫ জন নেটো সৈন্য নিহত

নেটো বলছে যে আফগানিস্তানের দক্ষিণ ও পুর্বাঞ্চলে ঘরে তৈরি বোমার আঘাতে তে তাদের পাঁচ জন সৈন্য নিহত হয়েছে।
আজ পৃথক তিনটি আক্রমণে তিনজন সৈন্য নিহত হয় এবং নেটো কর্মকর্তারা বলেছেন যে শুক্রবার একটি বিস্ফোরণেই দু জন নিহত হয়।

নিহত মধ্যে দু জন ছিল হেলমান্দ প্রদেশে লড়াইয়ের সময়ে প্রঅণ হারায়,আরো দুজনকে আমেরিকান সনাক্ত করা হয় তবে শনিবার তৃতীয় বোমায় নিহত ব্যক্তিটির নাগরিকত্ব সম্বন্ধে নেটো কিছু জানায়নি।
আফগানিস্তানে রাস্তায় পাতা ঘরে তৈরি বোমাগুলিই হচ্ছে সেখানে সৈন্যদের মৃত্যুর একটা বড় কারণ।

এদিকে আফগান ও জোট বাহিনী হেলমান্দ প্রদেশে দুই টন প্রক্রিয়াজাত হেরোইন,৮০০ কিলোগ্রাম আফিম এবং নব্বই কিলোগ্রাম অ্যামেনিয়াম নাইট্রেট আটক করে । এই অ্যামেনিয়াম নাইট্রেট সাধারণত বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়। ঐ মাদকদ্রব্যগুলোর বিক্রয় মূল্য প্রায় চার কোটি ডলার।

হেলমান্দ ও কান্দাহার প্রদেশে দু জন শীর্ষ তালিবান কমান্ডারকে তাড়া করতে গিয়ে নেটো সৈন্যরা বেশ কিছু সন্দেহভাজন বিদ্রোহীকে আটক করেছে।

XS
SM
MD
LG