পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফ ও তাঁর কন্যা মারিয়াম শরীফ শুক্রবার ব্রিটেন থেকে দেশে ফেরার পর পরই, তাদের গ্রেফতার করে রাওয়ালপিন্ডির প্রধান কারাগারে নিয়ে যাওয়া হয় I তাদের দুজনের বিরুদ্ধে ব্রিটেনে অগাধ সম্পত্তির মালিক হওয়া এবং তার হিসাব-নিকাশ দিতে ব্যর্থ হবার কারণে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে I কর্তৃপক্ষ প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর মেয়েকে যথাক্রমে ১০ এবং ৭ বছরের কারাদণ্ড দিয়েছে I
আইনি বিশেষজ্ঞরা জানান, কর্তৃপক্ষের কাছে সমর্পন না করে, মি. শরীফ তার এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না I শুক্রবার পুরোদিনই লক্ষ লক্ষ শরীফ সমর্থকেরা রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন I