বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম ভিটে রাজ্যের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামেও আজ যথা যোগ্য মর্যাদায় কবির একশো সতেরোতম জন্মজয়ন্তী পালিত হল। সেখানে নজরুল অ্যাকাডেমির পক্ষ থেকে সাতদিন ব্যাপী এক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজ সকাল ছটায় কবির স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পন করে এক বর্ণাঢ্য শোভা যাত্রা পরিক্রমা করে সমস্ত গ্রাম জুড়ে।বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকেও দিনটি পালন করা হয় এবং এই উপলক্ষে কবির জীবন নিয়ে আলোচনা ও এক প্রর্দশনীরও উদ্বোধন হয় আজ। পাশাপাশি আজ পশ্চিমবঙ্গ সরকারের মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রাজার হাটের নজরুল তীর্থে।এছাড়াওআগামী তিন দিন রাজ্য সরকারের পক্ষে নজরুল জন্ম জয়ন্তীর অনুষ্ঠান পালিত হবে কলকাতার রবীন্দ্র সদন ওই অঞ্চলের মুক্ত মঞ্চ এবং শিশির মঞ্চে। একই সাথে আজ গোটা রাজ্যের জেলার জেলাস্তর মহকূমা স্তর ও ব্লক স্তরে বিদ্রোহী কবির জন্মজয়ন্তী কথায় কবিতায় গানে ও নৃত্যের মধ্য দিয়ে পালিত হল।
পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।